মিয়ানমারের রাখাইন রাজ্যে চারটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে দেশটির ১৩ পুলিশকে হত্যা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠী আরাকান আর্মি। আহত হয়েছেন আরো ৯ জন পুলিশ। শুক্রবার মিয়ানমারের স্বাধীনতা দিবসে এই হামলা হয়।
মিয়ানমারেরসেনাবাহিনীএবংওইসশস্ত্রগোষ্ঠীরবরাতেবার্তাসংস্থারয়টার্সএতথ্যজানিয়েছে।
আরাকানআর্মিরমুখপাত্রখাইনথুখারয়টার্সকেবলেছেন, তাদেরসদস্যরাচারটিপুলিশপোস্টেআক্রমণকরেছে।পরে ‘শত্রুর’ মরদেহউদ্ধারকরাহয়েছে।
তিনিজানান, মিয়ানমারনিরাপত্তাবাহিনীর১২জনসদস্যকেআটককরাহয়েছে।আমরাতাদেরবিরুদ্ধেআন্তর্জাতিকআইনঅনুযায়ীব্যবস্থানেব।আমরাতাদেরক্ষতিকরবনা।
সাম্প্রতিকসপ্তাহগুলোতেতাদেরসদস্যদেরওপরমিয়ানমারসেনাবাহিনীরআগ্রাসনেরজবাবেএইহামলাচালানোহয়বলেজানানআরাকানআর্মিরমুখপাত্র।
মিয়ানমারসেনাবাহিনীরমুখপাত্রজমিনতুনরয়টার্সকেবলেন, বাংলাদেশসীমান্তেরকাছেমংডুওবুথিডংশহরেরউত্তরাংশেপুলিশপোস্টগুলোতেশুক্রবারেরএইহামলারপাল্টায়ব্যবস্থানিয়েছেনিরাপত্তাবাহিনী।
আরোপড়ুন: পাঁচতলা থেকে পড়েও বেঁচে গেল দুধের শিশু
বাংলাদেশসীমান্তবর্তীরাজ্যরাখাইনেডিসেম্বরেরপ্রথমদিকেবিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীআরাকানআর্মিরসঙ্গেমিয়ানমারেরআইনশৃঙ্খলাবাহিনীরতুমুলসংঘর্ষহয়।
আবারএইরাজ্যেইগতবছরমিয়ানমারসেনাবাহিনীরদমন–পীড়নেরমুখেসাতলাখেরবেশিরোহিঙ্গাবাংলাদেশেপালিয়েআসে।এসবমুসলিমরোহিঙ্গাদেরবাড়ি–ঘরপুড়িয়েদেওয়াহয়।
জাতিসংঘেরতথ্যঅনুযায়ী, আরাকানআর্মিরসঙ্গেমিয়ানমারেরনিরাপত্তাবাহিনীরলড়াইয়েগতবছরেরশেষেদুইহাজার৫শতবেসামরিকনাগরিকবাস্তুচ্যুতহয়েছে।