১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৮
ব্রেকিং নিউজঃ

সংখ্যালঘুদের ওপর হামলা হলে কঠোর ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ৪, ২০১৯,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করবে র‌্যাব। আগামী ৩০ তারিখের জাতীয় সংসদ নির্বাচন বা তার আগে পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো হামলা বা নির্যাতন হলে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুর ১২টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংপাড়া এলাকায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ আরও বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তাদের কোনো দল বা মত নেই। তারা অপরাধী। এ অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে ফিরতে পারে সেজন্য র‌্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব আইনশৃঙ্খলা রক্ষণাকারী বাহিনী একত্রে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কেউ কোনো নাশকতা বা সহিংসতা করতে চাইলে তা প্রতিহত করা হবে। কোন অন্যায়কারী বা সহিংসতাকারী পার পাবে না।

সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় র‌্যাব ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে ঠাকুরগাঁওয়ে সম্প্রতি হামলা ও সহিংসতার শিকার হিন্দু পরিবারের কাছে নবনির্মিত ৮টি ঘর হস্তান্তর করেন র‌্যাব মহাপরিচালক।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »