২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
ব্রেকিং নিউজঃ

যোগীর দূতের সঙ্গে দেখাই করলেন না মমতা, নিলেন না কুম্ভের নিমন্ত্রণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ৪, ২০১৯,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে


কুম্ভের আমন্ত্রণপত্র হাতে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেটা তুলে দিতে পারলাম না। গত বারো দিন ধরে ওনার সঙ্গে দেখা করে যোগী আদিত্যনাথের আমন্ত্রণপত্র দেওয়ার চেষ্টা করছি কিন্ত ওনার নাগাল পাচ্ছি না। ঠিক এই আক্ষেপ ঝরে পড়লো উত্তর প্রদেশের মন্ত্রী এসপি সিং বাঘেল-এর গলায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ তাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী সহ কলকাতার বিশিষ্ট মানুষদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেবার। বাঘেল জানান, মমতা ব্যানার্জি ছাড়া বাকি সকলকেই আমন্ত্রণপত্র দিতে পেরেছেন তিনি। আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

কুম্ভেরআমন্ত্রণপত্রদেবারজন্যইকলকাতায়এসেছেনবাঘেল।উত্তরপ্রদেশেরক্যাবিনেটমন্ত্রীবাঘেলআজকলকাতায়সাংবাদিকসম্মেলনওকরেন।তখনইওঠেএইপ্রসঙ্গ।তিনিবলেন,হয়তরাজনৈতিককারণেইমমতাব্যানার্জিকুম্ভেডুবদিতেচাননা, একারণেইআমন্ত্রণপত্রনিতেচাইছেননাতিনি।এদিনকপিলমুনিআশ্রমেরপ্রধানেরমন্তব্যনিয়েওফুটকাটেনবাঘেল।বলেন, মমতাপ্রধানমন্ত্রীহলেরামমন্দিরহবে, আশ্রমেরপ্রধানযদিএটাবলেথাকেনতাহলেএটাসংখ্যালঘুদেরভাবনারবিষয়

কুম্ভমেলারজন্যদিল্লিদুহাতভোরেখরচকরছেকিন্তুসাগরমেলারজন্যকেন্দ্রকানাকড়িওদেয়না।সাগরেরওপরব্রিজবানাবারটাকাওদিচ্ছেনা।মমতারতোলাএইঅভিযোগনিয়েওএদিনকটাক্ষকরেনবাঘেল।বলেন, এরাজ্যেপারাখাইস্তকদেখছি৫০মিটারদুরেদুরেশুধুমমতারছবিকাটআউট।এসবদেখেতোমনেহয়না, এইসরকারআর্থিককষ্টেআছে।এইছবিগুলোরখরচতোসরকারিকোষাগারথেকেইহচ্ছে, বলেকটাক্ষকরেনবাঘেল।বলেন, আগামীকালপর্যন্তকলকাতায়অপেক্ষাকরবোযাতেমমতাব্যানার্জিরহাতেআমন্ত্রণপত্রতুলেদেওয়াযায়, নইলেডাকমারফতপাঠিয়েদেব

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »