১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৪
ব্রেকিং নিউজঃ

বরিশালে ২ হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা দুটি লঞ্চ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ৪, ২০১৯,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

 বরিশালের বাকেরগঞ্জে প্রায় ২ হাজার যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামক দুটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। লঞ্চদুটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন জানান, নাব্যতা সংকটের কারনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের লঞ্চদুটি রাত সাড়ে ৭ টার দিকে ডুবোচরে আটকা পরে।

আটকা পড়ার পর দীর্ঘক্ষন চেষ্টা করার পর লঞ্চদুটি চালনা করা সম্ভব না হলে এখন জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছে।  সেই হিসেবে রাত ১১ টা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হতে পারে।

তিনি জানান, লঞ্চদুটিতে প্রায় ২ হাজার যাত্রী রয়েছে।  লঞ্চ আটকে পড়ায় যাত্রীরা বিক্ষুব্দ হয়ে পড়লেও জোয়ারের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই বলে জানান তিনি।

এদিকেজামাললঞ্চেরস্টাফজামালহোসেনজানান, নদীতেপানিকমথাকারকারনেলঞ্চচালনাকরাসম্ভবনাহওয়ায়এখনকারখানাএমভিসুন্দরবনএমভিজামাললঞ্চনদীতীরেনোঙ্গরকরেরাখাহয়েছে।জোয়ারশুরুহয়েছেরাত১১টারমধ্যেযাত্রাশুরুকরাহবে

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »