নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির ইতিহাস, জীবন, মনন, আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটা নাম। নেতাজির অন্তর্ধান নিয়ে এখনও চর্চা করে বাঙালি। তাঁর কাজ, তাঁর আদর্শ পড়ে মন দিয়ে। সেই নেতাজির জীবন এ বার ধারাবাহিক রূপে আসতে চলেছে ছোট পর্দায়।
জি-বাংলায় আগামী ১৪ জানুয়ারি থেকে দেখা যাবে এই ধারাবাহিক। সদ্য প্রকাশিত হয়েছে ধারাবাহিকের প্রোমো।
নেতাজির চরিত্রে কোন অভিনেতা রয়েছেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। জানা গিয়েছে, অভিষেক বসু এই চ্যালেঞ্জিং চরিত্রতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। সুভাষের ছোটবেলার ভূমিকায় দেখা যাবে অঙ্কিত হাজরাকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে।
এর আগে ‘সীমারেখা’ ধারাবাহিকে ‘জিত্’-এর চরিত্রে অভিষেকের অভিনয় দেখেছেন দর্শক। প্রশংসিতও হয়েছেন। তবে নেতাজির মতো চ্যালেঞ্জিং একটি চরিত্র তিনি কতটা ফুটিয়ে তুলতে পারেন, তাই এখন দেখার।
‘