ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কালভৈরব মন্দিরের একটি গরুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে সদর উপজেলার তিতাসপাড়া এলাকার একটি জমি থেকে গরুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে গরুটিকে দেখার জন্য ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয়রা।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১০ বছর আগে মন্দিরে জন্ম নেয়া এ গরুটিকে ‘মহাদেব’ নামে ডাকা হতো। সারাদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো গরুটি। শুধু হিন্দুদের কাছেই নয়, মুসলমানদের কাছেও প্রিয় ছিল এটি। বিভিন্ন গণমাধ্যমেও গরুটিকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
কয়েকদিন আগেও গরুটিকে কে বা কারা জখম করেছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের।
কালভৈরব মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, গরুটি কখনো কারো ক্ষতি করেনি। আমাদের ধারণা বিষপান করিয়ে গরুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চাই।
গরুটির মৃত্যুর খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি।