বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়।
সোমবারদুদকেরসহকারীপরিচালকমো. সালাহউদ্দিনবাদীহয়েরাজধানীরশাহজাহানপুরথানায়এমামলাকরেন।এরআগেরবিবারদুদকেরপ্রধানকার্যালয়েকমিশনসভায়মামলাটিঅনুমোদনদেওয়াহয়।
অনুসন্ধানীপ্রতিবেদনেমির্জাআব্বাসউদ্দিনআহমেদেরস্ত্রীমিসেসআফরোজাআব্বাসেরনামে২০কোটি৭৬লাখ৯২হাজার৩৬৩টাকারসম্পদপাওয়াযায়।যাপ্রকৃতপক্ষেমির্জাআব্বাসেরসহায়তায়অবৈধউৎসথেকেঅর্জিতবলেপ্রমাণহয়েছে।
আরওপড়ুনঃ শপথ নিলেন মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য
দুদকজানায়, মিসেসআফরোজাআব্বাসদুদকেদাখিলকরা২০কোটি৫২লাখ৮০হাজার৫৫৮টাকারসম্পদেরউৎসহিসেবেএম.এন.এইচ.বুলুরনিকটহতেদেড়কোটিটাকাঋণগ্রহণএবংমা–বাবাওবোনেরনিকটহতে১কোটি১৩লাখ৫০হাজারটাকাদানহিসেবেপ্রাপ্তহয়েছেনমর্মেউল্লেখকরেছেন।কিন্তুতারস্বপক্ষেকোনোদালিলিকতথ্য–প্রমাণদিতেপারেননিতিনি।এছাড়াবাকিঅর্থঅর্জনেরস্বপক্ষেওকোনোরেকর্ডপত্রঅনুসন্ধানকালেদেখাতেপারেননি।প্রকৃতপক্ষেতিনিনিজেরঅবৈধভাবেঅর্জিতজ্ঞাতআয়বহির্ভূতসম্পদহস্তান্তর, রূপান্তরওঅবস্থানগোপনকরণেরঅসৎউদ্দেশ্যেদালিলিকপ্রমাণবিহীনভুয়াঋণগ্রহণদেখিয়েছেন।