ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কীটনাশক খেয়েছে একটি আদিবাসী শিশু। ভারতের মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে গত বছরের ৩১ ডিসেম্বর। এখন শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ক্ষুধার জ্বালা মেটাতে শিশুটি প্রথমে স্থানীয় একটি রেশন দোকানে ছুটে যায়। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছে একটু গম চেয়েছিল সে। কিন্তু বারবার আকুতি-মিনতি করার পরও শিশুটিকে গম দেয়নি দোকানের মালিক। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে শেষমেশ কীটনাশক মুখে দেয় শিশুটি।
প্রতিবেদনটিতে বলা হয়, খবরটি প্রকাশের পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে সরব হয়েছে জাতীয় শিশু অধিকার ও রক্ষা কমিশন। একটি কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।