লালমনিরহাট সদর উপজেলায় স্বপন চন্দ্র (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ জানুয়ারী) সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপন চন্দ্র ওই গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, সোমবার সন্ধ্যায় বাজারে গিয়ে আর বাড়ি ফেরেননি স্বপন। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির কাছে ফসলী জমিতে স্বপনের মরদেহ দেখে তার বাড়িতে ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহত স্বপনের মাথায় কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এ হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।