যশোরের মনিরামপুর উপজেলায় স্কুলছাত্রকে অপহরণের সঙ্গে জড়িত এক কিশোর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এক স্কুলছাত্রকে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে গিয়ে আটক হয়েছিল নিহত বিল্লাল হোসেন (১৬)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজ বুধবার ভোরে মনিরামপুর উপজেলার নেহালপুর সড়কে কামালপুর জোড়া ব্রিজের কাছে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
নিহত বিল্লাল মণিরামপুর উপজেলার খেদায়পুর গ্রামের মোস্তফা হোসেনের ছেলে। গত
বছর এলাকার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে ফেল করে
সে।
রবিবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র তারিফ হোসেন (৯) অপহৃত হয়। তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে মুক্তিপণের টাকা নিতে মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে যায় বিল্লাল হোসেন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।
বিল্লালকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাকে নিয়ে জোড়া ব্রিজের কাছে তারিফের লাশ উদ্ধার করতে যায় পুলিশ। তখন বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে বিল্লাল নিহত হয়।
ঘটনাস্থল থেকে অপহৃত তারিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সেখান থেকে একটি শটগান ও একটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ অপহরণের ঘটনায় লিমা বেগম (২০) ও মাসুম বিল্লাহ (২০) নামে আরও দুইজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
নিহত তারিফ ও বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।