তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া ‘দৈনিক সংবাদে’র কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমানকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আনিছের আইনজীবী আহসান হাবিব নীলু এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী আহসান হাবিব নীলু জানান, বুধবার (৯ জানুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের নথি পাওয়া যায়নি জানিয়ে আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
তিনি আরও বলেন, ‘আইসিটি আইনের ৫৭ (২) ধারার মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন নিয়েছিলেন সাংবাদিক আনিছ। আমরা অনলাইনের মাধ্যমে প্রাপ্ত হাইকোর্টের আদেশের অনুলিপি আদালতকে দেখিয়েছি। কিন্তু মূল কপি এখনও ডাকযোগে আদালতে না পৌঁছানোর কারণে আদালত তাকে (আনিছ) কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
এদিকে, সাংবাদিক আনিছকে কারাগারে পাঠানোর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী মিনু আক্তার। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় আমার স্বামীকে বার বার হেনস্থা করা হচ্ছে। আমার ঘরে দু’টি শিশু সন্তান রয়েছে। আমি নিরুপায় হয়ে পড়েছি। আমি আমার স্বামীর মুক্তি চাই।’
আনিছের স্ত্রী আরও বলেন, ‘পুলিশ আমার স্বামীকে মামলার বাদী হওয়ার প্রস্তাব দিলে আমার স্বামী রাজি না হওয়ায় উল্টো তাকে আসামি করে পুলিশ। মূল আসামি এখনও গ্রেফতার না হলেও আমার স্বামীকে বার বার হয়রানি করা হচ্ছে।’
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাতে রৌমারীর কর্তিমারী বাজার থেকে আনিছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার ছেলে সুমন মিয়ার (২৪) বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি বিকৃত করার অভিযোগে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা শাহকামাল। অভিযোগ রয়েছে, পুলিশ ওই মামলায় সাংবাদিক আনিছুরকে বাদী হওয়ার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় দুই মাস পর ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করা হয়। পুলিশ মূল আসামিকে এখনও গ্রেফতার না করলেও সাংবাদিক আনিছুর রহমানকে গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করে। পরে তিনি জামিনে মুক্ত হন। আজ ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।