গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিমের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিজয় মৃধা (৮৭) পিতা মৃঃ বিনয় মৃধার জমি দখল করে জোর পূর্বক পুকুর খনন করে চেয়ারম্যান মকিমের নেত্বত্বে তার ভাই মিলন। জমি মালিক বিজয় মৃর্ধা বাধা দিতে গেলে তাকে মারধর করে।
বয়োবৃদ্ধ বিজয় মৃর্ধা কে মারপিট করার ঘটন এলাকায় ছড়িয়ে পড়ায় হিন্দুদের মধ্য তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ৪/৫ গ্রামের সর্বসাধারন একত্র হয়ে সোমবার সকল ৬ টার দিকে বিজয় মৃধার পক্ষে চেয়াম্যানের বিরুদ্ধে মিছিলে করে।
এ ঘটনায় পারুলিয়া ইউপির ১০ জন মেম্বার একত্র হয়ে চেয়াম্যানের পদত্যাগ দাবি করে মিছিলে অংশ নেন।