ডা. তাহসিনা আফরিন চট্টগ্রাম মেডিকেলের মেধাবী মুখ। কৃতিত্বের সাথে এমবিবিএস করার পর যোগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রকে। সেখানেও দেখিয়েছেন অনন্য কর্মদক্ষতা , সাফল্য ও নৈপূণ্য। তিনি সিএমসি, ৪৬ । তিনি যেমন সদালাপী সজ্জন তরুণ কূটনীতিবিদ এবং অতি অবশ্য লোকসেবী চিকিৎসকও। কূটনীতির বিশ্ব ভ্রমণে তিনি চিকিৎসা বিদ্যা, সিএমসি সতীর্থ ও জ্যেষ্ঠদের প্রতি ভালবাসা শ্রদ্ধা প্রকাশেও অকৃপণ। শুভাশিস প্রার্থনা করেছেন সকলের বিনম্র উচ্চারণে।
এক আবেগঘন বার্তায় তিনি জানান,
“পররাষ্ট্র মন্ত্রণালয় হতে অতি
সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন-এ দ্বিতীয় সচিব পদে নিযুক্ত
হয়েছি। যোগদানের পর সরকার বাহাদুর হতে সীমিত হলেও সুবিধাজনক পরিসরের আবাসন
এবং বাহন সুবিধা প্রাপ্ত হয়েছি। ভাগ্য অনুকূল থাকলে কমপক্ষে আগামী তিন বছর
মাদ্রিদে অবস্থান করছি।
… অসাধারণ সুন্দর দেশ স্পেনে ব্যক্তিগত ভ্রমণ বা মেডিকেল কনফারেন্স সহ বিভিন্ন কাজে আগমনেচ্ছুক চমেক – এর সম্মানিত অগ্রজ, প্রিয় সহপাঠী এবং স্নেহের অনুজদের প্রতি বিনীত নিমন্ত্রন রইলো। শুভাশিস প্রার্থনায় – ।