বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলার কারণে যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেছেন, সমাজের অনেক শিক্ষিত মানুষ এখন বই কিনেন না। অনেকে আবার সংগ্রহ করার পরও পড়েন না। বই পড়ার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলার কারণে আজকের যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে।
ব্যক্তি ও পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং সমাজকে উন্নত করতে বই ও পাঠাগারকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনীর আলেচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ বই মেলা ও আলোচনা সভার আয়োজন করে। সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ফিতা কেটে সমিতি ভবনে বই মেলা উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় উচ্চ আদালতের কয়েকজন বিচারপতিও মেলা পরিদর্শন করেন।