দেশের জন্য কাজ করেন বলেই জনগণ তা অনুধাবন করেই পুনরায় নির্বাচিত করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যেতে চাই।’
রবিবার (১৩ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইসলামি দেশের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘এ দেশে ধর্মীয় হারমোনি আছে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানও রয়েছে।’
এ বৈঠকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশে নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশের রাষ্ট্রদূত এবং চার্জ দ্য অ্যাফেয়ার্সরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় ইসলামি দেশের প্রতিনিধিরা এই সরকার পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।
বিগত নির্বাচনে বিপুল সংখ্যক নারী ও যুবকদের অংশগ্রহণ ছিল এবং তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ বুঝতে পেরেছে আমরা মানুষের জন্য কাজ করেছি। দেশকে উন্নত-সমৃদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
এ সময় বঙ্গবন্ধুকন্যা জানান, তিনি বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তার জীবদ্দশায় এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ উজাড় করে কাজ করবেন।