বিশেষ ডেস্ক: মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কৌরব-পাণ্ডবদের কাকা বিদুর৷ হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হিসাবে রাজ্য চালনা করতেন তিনি৷
প্রথমে পাণ্ডব ও পরে কৌরবদের রাজ্যপাট বকলমে সামলাতেন তিনিই৷ হস্তিনাপুরের রাজ্যপাটের অন্যতম দাবিদার থাকা সত্ত্বেও তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী, কারণ তাঁর শরীরে ছিল না কোনও রাজবংশের রক্ত৷
অনেকেরই মনে প্রশ্ন জাগে রাজবংশের রক্ত শরীরে না তাকা সত্ত্বেও কি করে যোগ্য রাজার মতো রাজ্যপাট সামলাতেন বিদুর?
নিজের কাজ ঠিক মতো সম্পন্ন করার জন্য চারটি পদ্ধতির কথা বলেছিলেন মহাভারতের অন্যতম প্রধান এই কাণ্ডারী৷
কাজ করার আগে নির্দিষ্ট হয়েই শুরু করা দরকার: বিদুরের মতে কোনও কাজে সাফল্য পেতে গেলে আগে নিজের মনকে তৈরি করতে হবে৷ নিজের মনকে বোঝাতে হবে কাজটি আপনি সাফল্যের সঙ্গে শেষ করতে চান৷
কোনও কারণে কাজ না থামান: মাঝ পথে কোনও কাজ বন্ধ করা উচিত নয় বলে জানিয়েছেন বিদুর৷ তাঁর মনে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা এটি৷ তাই মাঝপথে কোনও কাজ বন্ধ রাখা উচিত নয় বলেই জানিয়েছেন তিনি৷
সময়ের মূল্য বোঝা: সময় নষ্ট করে কোনও মানুষ সফল হতে পারেন না৷ তাই বিদুরের মতে কাজের ক্ষেত্রে সময় নষ্ট করা একদমই উচিত নয়৷ যে কাজ শুরু করা হয় তা শেষ করা প্রয়োজন৷
মাথা ঠাণ্ডা রাখা: যে ব্যক্তি মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে পারেন না বিদুরের মতে তিনি কোনও দিন কাজে সফলতা পাবেন না৷ তাই কাজে সাফল্য পেতে গেলে নিজের কাজের প্রতি মাথা ঠাণ্ডা রেকে আত্মনিয়োগ করা জরুরী৷