১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:০২

খাগড়াছড়িতে জেএসএস নেতা মোহন কুমার ত্রিপুরাকে গুলি করে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে


খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে মোহন কুমার ত্রিপুরা (৩৫) নামে জনসংহতি সমিতির (জেএসএস-এমনএন লারমা) এক নেতা নিহত হয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) রাতে রামগড়ের জগন্নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহন কুমার ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার থলিচন্দ্র মহাজন পাড়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে। তিনি জেএসএসের (এমএন লারমা) রামগড় উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।জানা যায়, রামগড়ের জগন্নাথপাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মোহন কুমার ত্রিপুরা। এ সময় স্বশস্ত্র সন্ত্রাসীরা বাড়ির ভেতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।রামগড় থানা পুলিশের ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের তলপেটে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »