ছাতক প্রতিনিধিঃ ছাতকে হিন্দু ধর্মাবলম্বিদের দেব-দেবীর মুর্ত্তি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। মুর্ত্তি ভাংচুরে প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার শিকার হয় দিলীপ দাস (১৯) নামের এক যুবক।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতক সদর ইউনিয়নের খড়িরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মুর্ত্তি ভাংচুর ও হামলার ঘটনায় গ্রামের আহত দিলীপ দাসের মা মায়ারানী বাদী হয়ে একই গ্রামের আব্দুল আজিজ (৫৫), মামুন মিয়া (২০) ও জোসনা বেগম (৪৫) এর বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, খড়িরগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বিরা পূর্ব পুরুষদের ন্যায় গ্রামের রাখাল তলায় পূজা-পার্বনসহ দেব-দেবীর মুর্ত্তি রেখে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন যুগ-যুগ ধরে। প্রায় দু’বছর পূর্বে রাখাল তলা সংলগ্ন এলাকায় নতুন বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছে প্রতিপক্ষরা। তখন থেকেই রাখাল তলায় পূজা-পার্বনে ও মুর্ত্তি রাখা নিয়ে প্রতিপক্ষরা বাধা-নিষেধ দিয়ে আসছে। ঘটনারদিন বিকেলে গ্রামের কালীপূজা শেষে কালীমুর্ত্তি রাখাল তলায় নিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন মুর্ত্তি রাখতে বাধার সৃষ্টি করে।
এক পর্যায়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন মুর্ত্তি রেখে চলে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করে রাখাল তলায় রেখে যাওয়া কালীমুর্ত্তি ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এতেও ক্ষান্ত না হয়ে হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা হামলা করে দিলিপ দাসকে আহত করে। অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এসআই নিখিলেশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।