লিভার ও কিডনীজনিত সমস্যায় গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ জানুয়রি )রাত সোয়া ১০ টায় বরিশালের গরীবের ডাক্তার খ্যাত গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ দাস রনবীর মৃত্যুবরণ করেন।
আজ রবিবার (১৩ জানুয়রি ) তার মৃত্যু দেহ সকালে গৌরনদীতে নিয়ে আসা হয়েছে। সকাল ৯টার সময় গৌরনদী বন্দর মাঠে, সাড়ে ১০টায় আশোকাঠী হাসপাতাল মাঠে ও সর্বশেষ বিল্বগ্রাম বাজারে শ্রদ্ধাঞ্জলী মাধ্যমে তার নিজ বাস ভবনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
পারিবারিক
সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন যাবত অসুস্থ ছিলেন তিনি।
এরপরও হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন ডাঃ দাস রনবীর।
বুধবার বিকালে শারিরিক অবস্থার অবনতি
হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য, উপজেলার বিল্বগ্রাম এলাকার বাসিন্দা মৃত খোকা ডাক্তারের পুত্রদাস রনবীর স্বাস্থ্য ক্যাডারে নিযুক্ত হওয়ার পর থেকে তার স্বর্গীয় পিতারসুনাম রক্ষায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গত চারমাসপূর্বে সর্বশেষ কর্মস্থল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেপদন্নতি পেয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা হিসেবেযোগদান করেন। গরীবের ডাক্তার খ্যাত এ স্বাস্থ্য কর্মকর্তার সুস্বাস্থ্য ওদীর্ঘায়ু কামনায় পরিবার ও সহকর্মীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।