তালুকদর রিয়াজ
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ঝালকাঠী সাধনার চত্বরে, ঝালকাঠী জেলা আওয়ামীলীগের উদ্যোগে রোজ বুধ বার বিকাল ৩:০০ ঘটিকার সময় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, বিচক্ষন রাজনীতিবিদ উন্নয়নের রুপকার আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্য তম সদস্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয়ের গন সংবর্ধনা অনুষ্ঠান ।
উক্ত গন
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন সহ হাজার
হাজার নারী ও পুরুষ তাদের ভাল বাসার মানুষকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন
জানালেন ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিঃ আলহাজ্ব সরদার মোঃ শাহআলম বাংলাদেশ
আওয়ামীলীগ, সভাপতি ঝালকাঠী জেলা আওয়ামীলীগ, সঞ্চালকঃ আলহাজ্ব এ্যাডঃ খান
সাইফুল্লাহ পনির বাংলাদেশ আওয়ামীলীগ, বিপ্লবী সাধারন সম্পাদক ঝালকাঠী জেলা।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
বঙ্গ বন্ধুর বিশ্বস্ত ও স্নেহ ভাজন এবং বঙ্গ কন্যা জন নেত্রী শেখ হাসিনার
আস্হা ভাজন জাতীয় নেতা জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাই। তার স্নেহ ভাজন
বরিশাল ছাত্রলীগের ৯০ এর আন্দোলনের সামনের সারির নেতৃত্ব দানকারি মেধাবী
ছাত্র,ছাত্রলীগ রাজনীতি থেকে উৎথান,সাবেক ঝালকাঠী সদর উপজেলা সফল ভাইস
চেয়ারম্যান ,ঝালকাঠী সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবি সাধারন সম্পাদক
আলহাজ্ব ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান ভাই ঝালকাঠী সদর উপজেলার ১০টি ইউনিয়নে
মাটি ও মানুষের বন্ধু আগামি উপজেলা নির্বাচনে ঝালকাঠীর সর্বস্তরের জনগন
চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।