১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৩

বরিশালে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদের উপর নির্যাতনের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে


বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের দ্বারা দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের ফটো সাংবাদিক শামীম আহমেদকে নির্মম নির্যাতনের বিচার দাবীতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বরিশাল নিউজ এডিটর কাউন্সিল।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, গত ১২ জানুয়ারি দুপুরে কারারক্ষীদের পাচার করা গম কোতোয়ালি পুলিশ আটক করে।
এক প্রর্যায়ে কোতয়ালী পুলিশ কর্তৃক আটক পাচারকৃত মাল ও ভ্যান পাহারাদার অবস্থায় পুলিশের কাছ থেকে জেলার ইউনুস জামানের নেতৃত্বে ৮ থেকে ১০ পোষাক পরিহিত অবস্থায় মাল সহ ভ্যান কারা অভ্যন্তরের ফিরিয়ে নেয়ার চেষ্টাকালে কোতয়ালী থানার কনষ্টেবলের সাথে টানা হেছড়া চলার সময় দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ তার ক্যামেরায় ঘটনার দৃশ্য ধারণ করার চেষ্টাকালে কারারক্ষীরা জেলারের উপস্থিতে তাকে বেদম প্রহর করে। এই ঘটনায় কারাগার কর্তৃপক্ষ পাঁচ কারারক্ষীকে সমায়কি বরখাস্ত করলেও এর স্থায়ী শাস্তী বা বিচার করছে না। কেবল সময়িক নয়, এই ঘটনা উপযুক্ত শাস্তি কামনা করেন বক্তারা।
বরিশাল নিউজ এডিটর কাউন্সিলরের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে কারারক্ষীদের স্থায়ী দৃষ্টান্তমূলক বিচার দাবী করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন,দৈনিক সমকাল ব্যুরো প্রধান ও প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল বরিশাল প্রধান মুরাদ আহমেদ,বরিশাল রিপোটার্স ইউনিটি সাবেক সভাপতি ও ডেইলি স্টার পত্রিকার ব্যুরো প্রধান শুশান্ত ঘোষ, বরিশাল রিপোটার্স ইউনিটির বর্তমান সহসভাপতি ও ৭১ টেলিভিশনের বরিশাল প্রধান বিধান সরকার,বরিশাল প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক পরিবর্তন প্রত্রিকার প্রকাসক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,প্রেস ক্লাব সহ-সভাপতি এ.এম আমজাদ হোসাইন, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফেরদৌস সোহাগ, নিউজ ১৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান,এশিয়ান টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ফিরোজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকার।
এছাড়া একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
মানববন্ধন কর্মসূচিতে আরো অংশ গ্রহন করেন ইলেক্টনিক্স মিডিয়া,জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার,বরিশাল ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন,অন লাইন মিডিয়া এসোসিশনের সকল প্রর্যায়ের সংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »