২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৮:২৩
ব্রেকিং নিউজঃ

সংখ্যালঘুদের বাড়ি পোড়ানো মামলার আসামিরা খালাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জানুয়ারি ১৯, ২০১৯,
  • 323 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে দিনদুপুরে আগুন দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫টি বসতঘর পোড়ানো মামলার আসামিরা খালাস পেয়েছে। প্রমাণের অভাবে বিচারক এ মামলার ৯৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। 

বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ বৃহস্পতিবার আসামিদের খালাস প্রদান করে রায় দেন। 

পার্শ্ববর্তী কর্ণকাঠি গ্রামের পারভেজ নামে এক যুবককে হত্যা জেরে ২০১৩ সালের ১৪ নভেম্বর সকাল ১১টায় চরআইচা গ্রামে সংখ্যালঘুদের ৩টি বাড়িতে আগুন দেওয়া হয়। কর্ণকাঠি গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশ নেয়। অগ্নিকাণ্ডে তিন বাড়ির মোট ১৫টি ঘর পুড়ে ছাই এবং ১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে যাওয়ায় দীর্ঘদিন তাদের ক্যাম্পে রেখে থাকা-খাওয়ার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।

ক্ষতিগ্রস্ত পণ্ডিত বাড়ির কালীপদ হালদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ৮ ডিসেম্বর নিহত পাভেলের পরিবারের সদস্যসহ মোট ১০৫ জনের বিরুদ্ধে আদালতে চাজশিট দেন তদন্ত কর্মকর্তা বন্দর থানার তৎকালীন ওসি রেজাউল ইসলাম। পরে আদালতে মামলার চার্জ গঠনকালে ১০ নারী আসামির নাম বাদ দেওয়া হয়। এরপর সাক্ষীরা আদালতে যথাযথ সাক্ষ্য না দেওয়ায় অবশিষ্ট ৯৫ আসামিকে খালাস দিয়ে রায় দেন বিচারক।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »