গতকাল কলেজে যাওয়ার পথ থেকে মোঃ মামুন নামের স্থানিয় এক যুবক তোরা রায়
বাবা নামঃ বিশ্বনাথ রায়, মাতা নামঃ শর্মিলা রায়
ঠিকানাঃ ১নংপুরাতন মেডিকেল গেইট,ময়মনসিংহ তোরা কে জোর করে তুলে নিয়ে যায় মামুন তোরার বাবা স্থানিয় থনায় মামলা করেন আসামী মোঃ মামুন পিতাঃ মোফাজ্জেম মা দুলি বেগম গ্রাম কেস্টপুর জেলা ময়মনসিংহ ঘটনার পর ঘরে তালা মেরে মামুনের পরিবার গা ঢাকা দিয়েছে মামুনের দৃস্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছে ময়মানসিংহ হিন্দু মহাজোট ঐক্যপরিষদ হিন্দু কল্যান ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন ।