খাগড়াছড়িতে ইউপিডিএফের প্রসীত গ্রুপের কর্মী পিপলু বৈষ্ণব ত্রিপুরা ওরফে রনিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের গাছবানমুখ এলাকার নিজ বাড়িতে রনিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রনি খাগড়াছড়ির রামগড় উপজেলার বল্টুরাম এলাকার মৃত নিগমানন্দ বৈষ্ণব ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, রনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ
প্রসীত গ্রুপের সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর
যৌথবাহিনীর এক অভিযানে অস্ত্রসহ তিনি আটক হয়েছিলেন। কারাগার থেকে বের হয়ে
আবারও তিনি ইউপিডিএফের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন।
তবে নিহত রনিকে
নিজেদের সাবেক কর্মী বলে দাবি করেছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয়
প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা। তিনি রনির হত্যাকাণ্ডে জনসংহতি
সমিতির সংস্কারবাদীরা জড়িত বলে অভিযোগ করেছেন।
ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।