রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাদিয়া পারভীন নামের এক কলেজ ছাত্রী সহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত কলেজ ছাত্রী সাদিয়া পারভীন বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মালার প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার মৃত. আঃ লতিফ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম রনির সাথে দীর্ঘদিন একই এলাকার মৃত. মোতালেব তালুকদারের ছেলে মিজানুর রহমান ও মিলন তালুকদারের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সকালে মিজানুর রহমান ও মিলন তালুকদার তাদের দলবল নিয়ে জোর পূর্বক জাহিদুল ইসলাম রনির জমির উপড়ে নির্মাণ করা ঘর ভাংচুর করে। তখন জাহিদুল ইসলাম রনির মা নুরজাহান বেগম ও ছোট বোন রাজাপুর সরকারি কলেজ’র ¯œাতক প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া পারভীন তাতে বাধা দিলে প্রতিপক্ষরা এলোপাথারি হামলা চালায়। এতে রনির মা নুরজাহান বেগম, বোন সাদিয়া পারভিন ও মুক্তা আক্তার আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিলেও কলেজ ছাত্রী সাদিয়া পারভীন এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল সেবাচিমে ভর্তি করানো হয়।
এ ঘটনায় সাদিয়া পারভীন এর বড় ভাই জাহিদুল ইসলাম রনি বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে।