তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কোম্পানিকে টপকিয়ে আবারও প্রযুক্তি বিশ্বে শীর্ষে উঠে এসেছে মাইক্রোসফট।
এই মূহূর্তে মাইক্রোসফট সকল প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানান জে গোল্ড অ্যাসোসিয়েটস’র প্রযুক্তি বিশ্লেষক জ্যাক গোল্ড।
ক্যাপিটাল মার্কেটে মাইক্রোসফট এর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫১.২ বিলিয়ন ডলার, অ্যাপলের সম্পদ ৮৪৭.৪ বিলিয়ন ডলার,আমাজানের সম্পদ ৮২৬ বিলিয়ন ডলার এবং গুগল প্যারেন্ট অ্যালফাবেট’র সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬৩ বিলিয়ন ডলার।
২০১০ সালের পরে এই প্রথম অ্যাপলকে ছাড়িয়ে গেল মাইক্রোসফট। মাইক্রোসফট তার ব্যবসা বহুমুখী করাসহ সফটওয়ার,উইন্ডোজ ও পিসি থেকে বিপুল আয় করছে।