গত বছরের শেষের দিকে যখন ‘নেতাজি’-র প্রোমোটি লঞ্চ হয়, তখনই এবেলা.ইন-এর সঙ্গে সামান্য কথোপকথন হয়েছিল পরিচালক সুমন দাসের। বাংলা টেলিজগতে তাঁর অভিজ্ঞতা প্রায় দু’দশকের। যখন জি বাংলা ও প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস-এর পক্ষ থেকে তাঁর উপর দেশনায়কের টেলি-বায়োপিক নির্মাণের দায়িত্ব পড়ে, তখনই সেই সুসংবাদটি এবেলা ওয়েবসাইটকে জানিয়েছিলেন পরিচালক।