২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
ব্রেকিং নিউজঃ

ইঞ্চিতে, ইঞ্চিতে বুঝে নেব’, বাংলায় দাঁড়িয়েই মমতাকে বড় হুঁশিয়ারি অমিতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯,
  • 274 সংবাদটি পঠিক হয়েছে

লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বড়সড় হুমকি দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মালদহের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, লোকসভা ভোটে তৃণমূলকে ইঞ্চিতে, ইঞ্চিতে বুঝে নেবে বিজেপি। একনজরে দেখে নিন, কী কী হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি—

• বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে এসেছি আমি। ২০১৯-এর নির্বাচন ভারতের থেকেও বাংলার জন্য গুরুত্বপূর্ণ।

• এই নির্বাচন ঠিক করবে গণতন্ত্র হত্যাকারী তৃণমূল সংরকার বাংলায় থাকবে না ছুড়ে ফেলা হবে।

• রথযাত্রা আটকানোর চেষ্টা করা, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার থাকবে না যাবে, তা ঠিক করবে এই নির্বাচন। 

• দুর্গাপুজো, সরস্বতী পুজোয় বাধা সৃষ্টিকারী তৃণমূল সরকার থাকবে না যাবে, তা ঠিক করবে এই নির্বাচন।
 
• বাংলায় গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করবে এই নির্বাচন। এই নির্বাচন বিভিন্ন দলের লড়াই নয়, বাংলার সংস্কৃতি ধ্বংস করা তৃণমূল আর সংস্কৃতিকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামা বিজেপি-র মধ্যে লড়াই।

• নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস সরকার সম্মান দেয়নি, নরেন্দ্র মোদী সরকার দিয়েছে।

• স্বাধীনতার সময়ে দেশের সমস্ত ক্ষেত্রে কৃতি বাঙালিদের আধিপত্য ছিল। কিন্তু দীর্ঘ বাম শাসন আর মমতা সরকারের জমানায় বাংলা মুখ থুবড়ে পড়েছে।

• বাংলাকে কাঙাল বানিয়েছে তৃণমূল সরকার। মমতা সরকারের জমানায় বাংলায় বেকারদের বাহিনী তৈরি হয়েছে।

• বামেদের সরিয়ে বাংলার মানুষ পরিবর্তন করে তৃণমূলকে এনেছিলেন। এখন তাঁরা ভাবছেন, এর থেকে বাম সরকার ভাল ছিল।

• রথযাত্রা নিয়ে ভয় পেয়েছেন মমতা। এই যাত্রা বেরোলে তাঁরা সরকার অন্তিম যাত্রা হবে তা মমতা বুঝেছেন।

• রথযাত্রা থামালেও আমরা আরও পরিশ্রম করব, কিন্তু আপনাকে ক্ষমতা থেকে সরিয়েই ছাড়ব।

• দেশের মানুষ ঠিক করে ফেলেছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হবেন।

• পঞ্চায়েত নির্বাচনের হিংসা আমাদের বহু কর্মী খুন হয়েছেন, হাইকোর্ট হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়েছে, আপনারা এসব মেনে নিতে পারবেন?

• তৃণমূল কর্মীরা কান খুলে শুনে নিন, লোকসভা ভোটে এই ভুল করবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।

• এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেউ ভয় পাবেন না। 

• আপনারাই তৃণমূলকে ক্ষমতায় এনেছেন, আপনারাই সরাতে পারবেন।

• নরেন্দ্র মোদী সরকার বাংলার জন্য অনেক কিছু করেছে। আপনারা চাইলে আমি বলব।

• এত বড় ব্রিগেড সমাবেশ হলো, কেউ একবারও ‘ভারত মাতার জয়’, ‘বন্দে মাতরম’ বলেছে একবারও? সারাক্ষণ খালি ‘মোদী, মোদী’, করে গেলেন সবাই।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »