নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামের উদ্বোধন করেন৷ এই সংগ্রহশালায় নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা রয়েছে৷
এদিন মোদীর সঙ্গে সেখানে নেতাজির নাতি চন্দ্র বোসও উপস্থিত ছিলেন বলে সংবাদ সূত্রের খবর৷ এছাড়া প্রধানমন্ত্রী বুধবার ইয়াদ-এ-জলিয়াঁ সংগ্রহশালা এবং ১৮৫৭-র ওপর একটি সংগ্রহশালাতেও যান তিনি৷
এই মিউজিয়াম ফটো, পেন্টিং, সংবাদপত্রের ক্লিপিং, পুরনো রেকর্ড, অডিও-ভিডিও ক্লিপ, অ্যানিমেশন দিয়ে সাজানো হয়েছে যা সকলকে সমৃদ্ধ করবে৷
আজ তক-এ প্রকাসিত খবর থেকে জানা গিয়েছে, নেতাজিকে নিয়ে তৈরি ওই মিউজিয়ামে নেতাজির ব্যবহৃত কাঠর চেয়ার, তলোয়ার ছাড়াও আইএনএ-র পদক, ব্যাজ, পোশাক, এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে৷ প্রসঙ্গত, আইএনএ-র বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তার শুনানি লালকেল্লাতে হয়েছিল৷