১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:২০
ব্রেকিং নিউজঃ

বিএনপির দলীয় শৃঙ্খলা ভেঙে গেছে: বি. চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘মহাপরাজয়’ পর বিএনপির দলীয় শৃঙ্খলা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার বিকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

বি. চৌধুরী বলেন, গত ১০ বছরে বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে। মাথাপিছু আয় সাড়ে ৫০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৭০০ ডলার হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের মূল্য যেখানে ৮ টাকা সেখানে পাকিস্তানে ১৬ টাকা।

তিনি বলেন, উন্নয়ন এবং সমৃদ্ধিকে বিকল্পধারা বাংলাদেশের হৃদপিণ্ড মনে করে। আমরা তাই মনে করি, গর্বিত বাংলাদেশ এগিয়ে যেতে পারে তীব্র গতিতে উন্নয়নের মাধ্যমে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয় বি. চৌধুরী বলেন, শুধু বাহ্যিক উন্নয়নই যথেষ্ট নয়। আমরা বার বার বলেছি, উন্নয়ন যদি হয় বাংলাদেশের হৃদপিণ্ড তা হলে গণতন্ত্র হবে বাংলাদেশের আত্মা। আত্মাহীন বাংলাদেশের অস্তিত্ব হবে প্রাণহীন। সেই জন্য একাধারে উন্নয়ন, অন্যদিকে সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বিকল্পধারা বাংলাদেশের ইশতেহারের প্রধান দুটি দিক।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি— এই তিনটিকে নিয়েই আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ একটি অগ্রগামী বাংলাদেশের স্বপ্ন দেখি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, সহসভাপতি মাহমুদা চৌধুরী, এনয়েত কবীর, মীর মর্জিনা বেগম, দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »