টেলিভিশন, অডিও-চলচ্চিত্রের অংসখ্য গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। জনপ্রিয় গানের পাশাপাশি উপহার দিয়েছেন কালজয়ী বাংলা গানও। এসব গানের অধিকাংশই তার লেখাও। তার রচিত ও সুরারোপিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, মনির খান ও আগুনসহ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। কালজয়ী ও জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- সবক’টা জানালা খুলে দাও না, সেই রেল লাইনের ধারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার আট কোটি ফুল দেইখো গো মালি, একতারা লাগে না আমার দোতারাও লাগে না, আমি জায়গা কিনবো, আম্মাজান আম্মাজান, পড়ে না চোখের পলক, যে প্রেম স্বর্গ থেকে এসে, তুমি মোর জীবনের ভাবনা, চিঠি লিখেছে বউ আমার, আমার দুই চোখে দুই নদী, একাত্তরের মা জননী, জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে, আমার বাবার মুখে প্রথম যেদিন, আমি জীবন্ত একটা লাশ, অনেক সাধনার পরে, আমি তোমারই প্রেমও ভিখারি, আমি তোমার দু’টি চোখে দু’টি তারা হয়ে থাকবো, আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে, তোমায় দেখলে মনে হয়, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, জীবনে বসন্ত এসেছে, বিধি তুমি বলে দাও আমি কার, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, চোখের ভেতর কল বসাইছে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, আট আনার জীবন, আমায় অনেক বড় ডিগ্রি দিসে ও ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ।