অযৌক্তিক আশঙ্কার কারণেই অভিবাসীরা সহিংসতার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মধ্য আমেরিকা সফরের আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয়ই আমাদের পাগল করে তোলে।’
অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্রেটরা তাতে রাজি হচ্ছে না। ফলে দেশটিতে একমাস ধরে চলছে শাটডাউন বা অচলাবস্থা।
পানামায় ২৩ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ছয়দিনের সফরে যাচ্ছেন পোপ। নতুন বছরে এটাই তারপ্রিথম বিদেশ সফর ধারণা করা হচ্ছে অভিবাসন ইস্যু নিয়েই সবচেয়ে বেশি কথা বলবেন। সফরে যাওয়ার আগে রোমে আটজন শরণার্থীর সঙ্গে দেখা করেছেন তিনি।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বুলগেরিয়া, মেসিডোনিয়া ও রোমানিয়া সফর করার কথা রয়েছে তারা। এছাড়া নভেম্বরে জাপানও যাবেন বলে নিজেই নিশ্চিত করেছেন।