২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:০৩

বরিশালের বাউফলে মঞ্জু_রানী (৩০) নামের এক সংখ্যালঘু গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা করা হয়েছে।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০১৭,
  • 749 সংবাদটি পঠিক হয়েছে

মঞ্জু_রানী (৩০) নামের এক সংখ্যালঘু গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাউফলের দাশপাড়া গ্রামে ঘটনা ঘটেছে। আহত ওই গৃহবধূকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মঞ্জু রানীর ভাই অমল কৃত্তনিয়ার সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশি কাঞ্চন খলিফার ছেলে দুলাল খলিফার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১২টার দিকে দুলাল খলিফা তার স্ত্রী রুনু বেগম ওই বাড়ি থেকে লাকড়ি নিয়ে যাওয়ার সময় মঞ্জু রানী বাধা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে দুলাল খলিফা তাকে লাঠি দিয়ে এলোপতাড়ি ভাবে পেটাতে থাকে। একপর্যায় তার স্ত্রী রেনু বেগম মঞ্জু রানীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়

এরপর দুলাল খলিফা একটি বাঁশের সুচারু কঞ্চি দিয়ে মঞ্জু রানীর ডান চোখ খুচিয়ে উপরে উপরে ফেলার চেষ্টা করে। এসময় ডাক চিৎকার শুনে মঞ্জু রানীর মা মনিকা রানী বড় ভাইর স্ত্রী শিপ্রা রানী এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনার সময় বাড়িতে কোন পুরুষ লোক ছিলনা। তারা ওই সময় কালাইয়া হাটে ছিলেন

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »